Yedinci kogustaki miracle in cell no 7 (2019)

Deliler Full Movie

  মুভি রিভিউঃ Abdullah Al Layke

মুভি নামঃYedinci kogustaki miracle in cell no 7 (2019)

বাংলা সাবটাইটেলঃ রহস্যময় পরিব্রাজক

ভিডিও এডিটিংঃ মোহাম্মদ রতন

তুর্কি মুভিগুলো সব সময় অসাধারন হয় !
এ মুভিটিও অসাধারণ গল্পের অসাধারণ নির্মান ৷ তুর্কি কিছু মুভি রয়েছে যা দেখে কাঁদতে বাধ্য, যেমন আয়লা,মাই ফাদার মাই সন, মোযেযা ১ও২, আরো অনেক মুভি ৷

এ মুভিটিও আমাকে কাঁদিয়েছে ,
মেমোর একমাত্র মেয়ে ওভা, মেমোর দাদী ফাতেমার কাছেই লালিত পালিত হয়েছে ওভা, মেমো সহজ সরল নির্বুদ্ধিমান, বাচ্চারা সহ সবাই মেমোকে পাগল বলে ক্ষেপায় ৷ মেমো নির্বুবুদ্ধি সহজ সরল হলেও পিতা হিসেবে সে খুব দায়িত্ববান!
একদিন তার মেয়ে ওভা একটি স্কুল ব্যাগ পছন্দ করে, কিন্তু সেদিন তার কাছে টাকা ছিলো না বলে কিনে দিতে পারে নি ৷
পরের দিন সে অ্যাপেল ক্যান্ডি বিক্রি করে ৪০০ টাকা নিয়ে দোকানে যায় ওভার জন্য ব্যাগ কিনতে ! কিন্তু গিয়ে দেখে ল্যাফটেন্যান্ট তার মেয়ে সেদার জন্য ওভার পছন্দ করা ব্যাগ কিনে নিয়েছেন ৷ মেমো ৪০০ টাকা দিয়ে ল্যাফটেন্যান্ট কে বলে আমাকে ব্যাগটি দিয়ে দিন ৷ এ কথা বলার পর পাগল বলে ল্যাফটেন্যান্ট মারেন মেমোকে ৷

নির্দোষ মেমো আজ বন্দী কারাগারের ৭ নং সেলে ,
সে সেলে আরো বন্ধী রয়েছে আলী, ইউসুফ আঘা, হাফিজ, সেলিমসহ আরো অনেকে, প্রথম দিন মুখ বেঁধে সবাই মিলে খুব মারে মেমোকে ৷ বেচারা সহজ সরল মেমো আহ ৷ পরিশেষে সেলের সবার মন জয় করে সে এখন সবার প্রিয় বন্ধু ৷
মানুষ মানুষের জন্য ৷
অলৌকিক কান্ড ঘটান জেল সুপার ও কমান্ডার ফারুক ও জেল বন্ধী ইউসুফ আঘা! অবিশ্বাষ্য কান্ড! মানুষ মানুষের জন্য কি করতে পারে ইউসুফ আঘা তা প্রমাণ করে দিলেন ৷

ক্ষমতাশীল হলে যে অমানুষ হয়ে যায় মানুষ ,তা এ মুভিতে দেখানো হয়েছে ৷
একজন সহজ সরল নিরবুদ্ধি মানুষের সাথে কেন এত শত্রুতা জনাব লেফটেন্যান্টের?
এ মুভিতে ফুটিয়ে তোলা হয়েছে বাবা মেয়ের ভালোবাসার চিত্র, সেই সাথে ফুটে উঠেছে মানুষ মানুষের বিপদে কি করতে পারে
Collected from FB

 
Yedinci kogustaki miracle in cell no 7 (2019)
Yedinci kogustaki miracle in cell no 7 (2019)
With Bangla Subtitle
#Note  ক্লিয়ার না দেখতে পান তাহলে FullScreen Icon Peacevdo.blogspot.com ক্লিক করে ফুলস্ক্রিন দেখুন