মুভি নাম: দেলিলার
মূলভাষা: তুর্কি
সাবটাইটেল:বাংলা
নির্মাণকারী দেশ: তুরস্ক
মুভি ধরণ: অ্যাকশন, ইতিহাস, যুদ্ধ।
পরিচালক: ওসমান কায়া
প্রারম্ভিক মুক্তি: ২৩ নভেম্বর ২০১৮
IMDb রেটিং : 5.7/10
Google রেটিং: ৯৩℅ মানুষ ভালো বলেছেন।
প্রাপ্ত পুরস্কার: ৫টি।
দেলিলার মুভিটি তৈরী হয়েছে উসমানীয় সাম্রাজ্যের দ্বিতীয় মুরাদের আমলের ঘটনা নিয়ে। মুরাদের আমলে মেহমেত ও ভ্লাদ দুই সৎ ভাই ছিলো। এদের মধ্যে জন্মসূত্রে মেহমেত ছিলো সুলতানের সন্তান, আর ভ্লাদ ছিলো খ্রিষ্ঠান সে সুলতানের পালিত পুত্র ছিলো। কিন্তু ভ্লাদ মুসলমানদের শাষন মানতে চায় না।
এবং সে বিদ্রোহ করে বসে।
এসব দেখে মেহমেত সহ্য করতে না পেরে উসমানীয় সাম্রাজ্যর কিছু দেলিলারদের পাঠান ভ্লাদের রাজ্য ,তারা যেন জালিমের বিরুদ্ধে রুখে দাড়ায়, মজলুমদের আশার আলো হয়...।
দেলিলারের সেনাপতির ভূমিকায় অভিনয় করেছেন দিরিলিসের আরতুগ্রুলে অভিনয় করা আলিয়ার বে। এছাড়া তিনি এটার প্রধান চরিত্রও।
ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত এই মুভিটি দেখতে পারেন৷
আশাকরি সুস্থধারার সংস্কৃতি প্রিয়দের এ মুভিটি ভালো লাগবে।
(ভিডিওটি সংগ্রহিত....)
দেলিলার
Deliler Full Movie
With Bangla Subtitle